Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল ক্রসিংয়ে ট্রাক, ট্রেনের ধাক্কায় চালকের মৃত্যু


১ ডিসেম্বর ২০১৯ ১১:৩৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে এফডিসি গেট সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি শামিম আর রশিদ তালুকদার।

ওসি সারাবাংলাকে জানান, সিগন্যাল অমান্য করে পণ্যবাহী একটি ট্রাক রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের একটি ইঞ্জিন তেজগাঁও স্টেশনে যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তেজগাঁও থানার ওসি শামিম অর রশিদ তালুকদার।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন