Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন


৩০ নভেম্বর ২০১৯ ১৪:৪৭

নাটোর: নাটোরের রাণী ভবানীর রাজবাড়ি চত্বরে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এ পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্মা আহমেদ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, ‘চিরায়ত বাংলার ঐতিহ্যবাহীবাহী এই উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন। নতুন ধান ওঠার পর প্রতিটি বাঙালির ঘরে ঘরে পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যেত। অথচ আমরা আমাদের সেই ঐতিহ্যকে ভুলে পাশ্চ্যাত্য কৃষ্টির দিকে ঝুঁকে পরেছি। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যেন নিজেদের অতীত ভুলে না যাই।’

পরে অতিথিরা পিঠা উৎসবে অংশগ্রহণকারী ১২টি স্টল ঘুরে দেখেন।

নাটোর পিঠা উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর