বছরে ৫ বিলিয়ন ডলারের টি-শার্ট রফতানি: রুবানা হক
২৯ নভেম্বর ২০১৯ ১৯:৩১
ঢাকা: বছরে পাঁচ বিলিয়ন ডলারের টি-শার্ট রফতানি হয় বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। তিনি বলেন, ‘দেশে চার হাজার ৪৬৪টি তৈরি পোশাক কারখানা রয়েছে। পোশাক কারখানাগুলো বছরে পাঁচ বিলিয়ন ডলারের টি-শার্ট রফতানি করে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ ‘ন্যাশনাল লিডারশিপ কার্নিভাল ২০১৯’ আয়োজন করেন। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ইউকেএইড এবং মানুষের জন্য ফাউন্ডেশন।
রুবানা হক বলেন, ‘প্রত্যেক সপ্তাহে টি-শার্টের চাহিদা বাড়ছে। যদিও আন্তর্জাতিক বাজারে এর দাম কমছে।’
তরুণদের উদ্দেশে রুবানা হক বলেন, ‘ঝাড়ু দিলেও ভালো করে দিও এ কথাটা আমাদের শিখিয়েছেন আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। আর আমার মা বলতেন লক্ষ্য সবসময় উপরের দিকে স্থির করো। তাহলে তোমার তীরটা অন্তত এত উপরে না গেলেও একটু নিচে যাবে। আরেকটা কথা বলতেন ঝড় এলে কেঁদো না, ঝড় সামলানোর পর কেঁদো।’
তরুণদের নেতৃত্বের বিকাশ ও সমাজ তথা দেশ পরিবর্তনে তরুণদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধিকরণের লক্ষ্যে দেশের মোট ৭২টি বিশ্ববিদ্যালয় থেকে থেকে আসা ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের প্রায় ৪০০ জন তরুণ সদস্যদের নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।