Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির ৩ নেতা গ্রেফতার


২৯ নভেম্বর ২০১৯ ১২:৩৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ দলটির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান নিশ্চিত করেছেন।

গ্রেফতার অন্য দুজন হলেন- তাঁতীদলের যুগ্ম-আহ্ববায়ক ফিরোজ কিবরিয়া ও চরফ্যাশন উপজেলার আহমদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন।

ওসি আবুল হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আটক তিনজন দলবল নিয়ে কোনো অরাজকতা ঘটাতে পারে। সেজন্য তাদের আটক করা হয়। পরে তাদের সম্প্রতি শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে তিন নেতাকে গ্রেফতারের ঘটনায় শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।