মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই কেবিনেট মিটিংয়ে শিবসেনার উদ্ধব ঠাকরে
২৮ নভেম্বর ২০১৯ ২৩:২৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ১০:১৮
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নির্বাচনে বিজয়ী জোটে টানাপোড়েন ও বিভিন্ন নাটকীয়তার পর অবশেষে ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তারপরপরই এক কেবিনেট মিটিংয়ে বসেছেন ওই শিবসেনা নেতা। বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলবেন তিনি। খবর এনডিটিভি।
এর আগে, বুধবার (২৭ নভেম্বর) ত্রিদলীয় মহারাষ্ট্র বিকাশ আঘাদি জোটের (এমভিএ) ছয় ঘন্টাব্যাপী সভার পর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা প্রফুল প্যাটেল জানিয়েছেন, সভায় সিদ্ধান্ত হয়েছে মহারাষ্ট্রে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে এনসিপি থেকে আর স্পিকারের পদ পাবেন জোটের আরেক শরিক ভারতীয় কংগ্রেস দল।
Congratulations to Uddhav Thackeray Ji on taking oath as the CM of Maharashtra. I am confident he will work diligently for the bright future of Maharashtra. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) November 28, 2019
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শিবসেনার উদ্ধব ঠাকরেকে অভিনন্দন জানিয়েছে। কিন্তু নাটকের এখনই শেষ নয়। মহারাষ্ট্র রাজ্যের ৪৩ মন্ত্রণালয়কে ৩ দলের মধ্যে ভাগ করতে হবে এমভিএ জোটকে। ১৫ মন্ত্রণালয় শিবসেনা, ১৫ মন্ত্রণালয় এনসিপি, ১২ মন্ত্রণালয় কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, স্বভিমানি সংগঠন ও সমাজবাদী পার্টিকেও এই মন্ত্রণালয় বন্টনে সু্যোগ দিতে হবে। সে ব্যাপারে কথা বলার জন্য প্রথম কেবিনেট মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
প্রসঙ্গত, নির্বাচনের ফলাফলকে পাশ কাটিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা দেবেন্দ্র ফাড়নবিশ মুখ্যমন্ত্রী ও ন্যাশলিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু বিস্তর অভিযোগ নিয়ে মহারাষ্ট্র বিকাশ আঘাদি জোট (এমভিএ) সুপ্রিম কোর্টের সরনাপন্ন হওয়ার পর ৮০ ঘন্টার মাথায় মঙ্গলবার (২৬ নভেম্বর) তারা পদত্যাগ করেন।
অজিত পাওয়ার উদ্ধভ ঠাকরে এনসিএ এমভিএ কংগ্রেস টপ নিউজ ভারত মহারাষ্ট্র শিবসেনা