বন্দি প্রত্যাবাসন: সৌদি আরব থেকে ইয়েমেন ফিরছে ১২৮ হুথি
২৮ নভেম্বর ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ২৩:২৩
সৌদি আরব থেকে ১২৮ বন্দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় প্রত্যাবাসিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মধ্যস্থতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
আইসিআরসি এক টুইটার বার্তায় জানিয়েছে, আজ ১২৮ বন্দির সৌদি আরব থেকে সানায় প্রত্যাবাসন সম্পন্ন হলো। এই প্রত্যাবাসনের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। মানবিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে তাদেরকে যে পরিবারের সদস্যদের কাছে ফিরতে দেওয়া হচ্ছে এই উদ্যোগ প্রশংসনীয়।
Update: The plane has now safely landed. The 128 detainees are another step closer to being reunited with their families. pic.twitter.com/CYnLeaqNCU
— ICRC (@ICRC) November 28, 2019
এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের নেতৃত্বাধীন হুথি আন্দোলন থেকে আটক করা ২০০ বন্দিকে মুক্তি দিয়ে তারা তাদের দেশ ইয়েমেনে প্রত্যাবাসনের সুযোগ দিতে চায়। এর মধ্য দিয়ে তারা পাঁচ বছর ধরে চলমান সংকটের সমাধান করতে চায় তারা।
তবে, প্রত্যাবাসিত এই ১২৮ জন প্রতিশ্রুত ২০০ বন্দির অংশ কি না, তা এখনও জানা যায়নি।