কারওয়ান বাজারে ভবনের লিফট ছিঁড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
২৮ নভেম্বর ২০১৯ ০১:২২
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনের লিফট ছিঁড়ে পড়ে স্বপন (২২) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বপনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্বপনকে উদ্ধার নিয়ে আসা অপর নিরাপত্তাকর্মী সুমন জানান, ‘তারা কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনের নিরাপত্তাকর্মী। রাত সাড়ে ১১টার দিকে ভবনের আট তলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর আহত হন স্বপন। এ সময় সে লিফটের ভেতরে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বপনের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
কারওয়ান বাজার টপ নিউজ নিরাপত্তাকর্মীর মৃত্যু বিডিবিএল ভবন লিফট ছিঁড়ে