Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলি আর্টিজান মামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র


২৭ নভেম্বর ২০১৯ ১৮:৫২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ০১:০৬

ঢাকা: গুলশানে হলি আর্টিজান রেস্তোরায়ঁ জঙ্গি হামলার ঘটনায় বিচারের রায়কে বাংলাদেশের জন্য মাইলফলক বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ঢাকা অফিস থেকে বুধবার (২৭ নভেম্বর) এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। আজকের রায় এর ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলকস্বরূপ।

বিজ্ঞাপন

বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত। আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

গণমাধ্যমে পাঠানো বার্তায় যুক্তরাষ্ট্র উল্লেখ করে, এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবিলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে।

জঙ্গি হামলা বিচার হলি আর্টিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর