Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসের টুপি: কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে


২৭ নভেম্বর ২০১৯ ১৫:৪৫

ঢাকা: কারও গাফিলতির কারণে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের কাছে আইএসের লোগো সম্বলিত টুপি এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে রাজধানী ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই মামলায় সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিলো তখন দুইজনের মাথায় ইসলামিক স্টেটের লোগো সম্বলিত টুপি দেখা যায়।

এই টুপি কিভাবে আসামিদের হাতে গেল সে প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘আইএসের কোনো টুপি নাই আমাদের জানা মতে। আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনো টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোন টুপি আছে কিনা তা বিশ্লেষণ করে দেখবো। পাশাপাশি কারো গাফলতির কারণে এরকম টুপি এজলাসে এসেছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’

এছাড়া হলি আর্টিজান মামলার রায় সন্ত্রাসীদের জন্য একটা `বার্তা’ বলে উল্লেখ করেন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা মেসেজ পেল। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ডের কেউ সাহস পাবে না।’

অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আইএস জঙ্গি টপ নিউজ সিটিটিসি হলি আর্টিজান মামলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর