Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল জব্দ


২৫ নভেম্বর ২০১৯ ১৬:২৮

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি সারাবাংলাকে বলেন, ‘চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদফতরের একটি দল যৌথভাবে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। এক পর্যায়ে কুয়েত থেকে আসা একটি ফ্লাইটের পাঁচজন যাত্রীকে (দেলোয়ার হোসেন, মো. তানভির আজাদ, ইকবাল মাহমুদ, বেলাল হোসেন চৌধুরী ও সাইদিল মিয়া) তল্লাশি করে ১ হাজার ৫৮১ কার্টন বিদেশি সিগারেট এবং ৩৩টি মোবাইল ফোন পাওয়া য়ায়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাজ্জাদ হোসেন।

জব্দ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিগারেট ও মোবাইল