Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণ্ডী’র সংগীত পরিচালনা করবেন কলকাতার দেবজ্যোতি মিশ্র


২৪ নভেম্বর ২০১৯ ১৬:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবজ্যোতি মিশ্র। ছবি: সংগৃহীত

ছবিটির বিষয়-বৈচিত্র্য ভালো। গত বছরের শেষের দিকে পরিচালক ফাখরুল আরেফীন খান, এই সিনেমার গল্পটি আমায় বলেন। তার মুখে গল্পটি শুনেই সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনায় রাজি হয়েছি। আশা করছি সবাইকে একটু ভিন্ন কিছু উপহার দিতে পারব।

ফাখরুল আরেফীন খান পরিচালিত নির্মিতব্য গণ্ডি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। এই ছবিতে তিনি আবহসংগীতের পাশাপাশি সিনেমাটিতে ব্যবহৃত একটি গানের সঙ্গীত পরিচালনা করবেন তিনি।

গণ্ডি—ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় সিনেমা। রোমান্টিক ও কমেডি ঘরানার গণ্ডি চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী ও পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজনের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কিভাবে নেয় তাdই দেখানো হবে ছবির গল্পে।

বিজ্ঞাপন
ফাখরুল আরেফীন খানের সঙ্গে দেবজ্যোতি মিশ্র। ছবি: সংগৃহীত

ফাখরুল আরেফীন খানের সঙ্গে দেবজ্যোতি মিশ্র। ছবি: সংগৃহীত

ছবি প্রসঙ্গে ফাখরুল আরেফীন খান বলেন, যেহেতু এই সিনেমার গল্পে যেমন রয়েছে পাশ্চাত্যের আধুনিকতা। ঠিক তেমনি আছে প্রাচ্যের বিভিন্ন ঘটনা। আমার সিনেমার দৃশ্যধারণ বাংলাদেশ ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে হয়েছে। সে কারণেই আমি চিন্তা করছিলাম যে এমন কাউকে দিয়ে সিনেমার আবহসংগীতের কাজটি করাতে চাই যিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সংগীত নিয়ে কাজ করেন। তখনই মনে হলো দেবজ্যোতি মিশ্রর কথা। তার সঙ্গে কথা বলা মাত্রই তিনিও রাজি হলেন।

পরিচালক সূত্রে জানা গেছে, গণ্ডি’র সম্পাদনার কাজ চলছে। ইতিমধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীরা তাদের ডাবিং শেষ করেছেন।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পশ্চিমবঙ্গের পায়েল মুখার্জিসহ আরও অনেকে। সিনেমাটির দৃশ্য ধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।