Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বার ও সিগারেটের চালান জব্দ


২২ নভেম্বর ২০১৯ ১৮:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি অভিযানে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বার ও দেড় কোটি টাকার সিগারেটের দুটি চালান জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) শুল্ক গোয়েন্দা বিভাগ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) যৌথভাবে অভিযানে চালান দুটি আটক করে।

চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার বাবুল ইকবাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ‍দুপুর পৌনে ১টার দিকে বিমানবন্দরের টয়লেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারলাইন্সে আসা এক যাত্রী টয়লেটে একটি কালো ব্যাগে ফেলে যান, যার ভেতরে স্বর্ণের বারগুলো ছিল। স্বর্ণের বারের ওজন ৮ কেজি ৯শ গ্রাম এবং দাম প্রায় ৪ কোটি টাকা। স্বর্ণের বার জব্দ হলেও ওই যাত্রীকে পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার ভোরে দুবাই থেকে সৌদি আরবের মদিনা হয়ে চট্টগ্রাম আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে ২৯ যাত্রীকে আটক করে এনএসআই। পরে তাদের লাগজে তল্লাশি করে পাওয়া যায় আমদানি নিষিদ্ধ ৭ হাজার ১৮৩ কার্টন সিগারেট।

চট্টগ্রামের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার নূরনাহার লিলি জানিয়েছেন, জব্দ করা কার্টনে ইজি, ডানহিল, বেনসন, থ্রি জিরো থ্রি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকা।

স্বর্ণের বার ও সিগারেট জব্দের ঘটনায় নগরীর পতেঙ্গা থানায় আলাদা দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

আমদানি নিষিদ্ধ সিগারেট স্বর্ণের বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর