Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির বাসে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


২১ নভেম্বর ২০১৯ ১৪:৫৪

ঢাকা: পরিবহন শ্রমিকদের আন্দোলন চলাকালীন বুধবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী তিনটি বাসে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করে তারা। মানববন্ধন থেকে শিক্ষার্থীদের বাসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ডাকসুর ছাত্র পরিবহন সংসদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মানবন্ধনে অংশ নিয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন তো কোন বাস ভাঙিনি, গাড়ি ভাঙিনি। এটি কোনো আন্দোলন নয়, নৈরাজ্য। আমরা জানি, পরিবহন সেক্টরকে কারা অস্থিতিশীল করে।’

হামলার সময় একজন পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে ভিডিও করেছেন উল্লেখ করে নুরুল হক নুর এর তীব্র নিন্দা জানান।

ডাকসুর সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা চালিয়ে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল। শ্রমিক সংগঠনের নামে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের লাল বাসে হামলা করেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আঘাত করেছে। শ্রমিক সংগঠনের বা মালিকের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়; যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন।’

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরিবহন পরিষদের আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘এরপর আর কখনও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাসে হামলা করা হয় তাহলে আমরা শক্ত অবস্থানে যাব।’

তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে হামলাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনতে ব্যবস্থা গ্রহণের জন্য ঢাবি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় মানববন্ধন শিক্ষার্থী বাসে হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর