বিআরটিএ’র অফিসিয়াল পেজ হ্যাকড
১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২০:১৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:০৮
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়েছে। brta.gov.bd নামের ওই ওয়েব সাইটে এখন উড়ছে ভারতীয় একটি পতাকা। তাতে দাবি করা হয়েছে, বাংলাদেশ সরকারের নয়, বাংলাদেশি হ্যাকারদের বিরুদ্ধেই তাদের যুদ্ধ। আর সে কথা বলে, এই হুমকিও দেওয়া হয়েছে কেউ যেন তাদের পাতা হ্যাক করতে না যায়।
জিরো গ্রুপ হ্যাকারস নামের একটি প্রতিষ্ঠান এই হ্যাকিং করে বিআরটিএর পাতায় আরও লিখেছে- বাংলাদেশের সরকার ও জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা বাংলাদেশি হ্যাকারদের সঙ্গে। আর বাংলাদেশি হ্যাকারদের বলছি তারা যেন ভারতের কোনো ওয়েবসাইট থেকে দূরে থাকে।
সারাবাংলা/এসও