Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখে গুলিবিদ্ধ ফিলিস্তিনি ফটো সাংবাদিকের সঙ্গে সংহতি


১৯ নভেম্বর ২০১৯ ১০:৪৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ১৪:২৮

পেশাগত দায়িত্ব পালনের সময় চোখে গুলিবিদ্ধ ফিলিস্তিনি ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মুয়াত আমারনেহ এর সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্বের গণমাধ্যম কর্মীরা। প্রতিবাদ হিসেবে সকলেই তাদের এক চোখ ঢাকা ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করছেন। সোমবার (১৮ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে মিডিলইস্ট মনিটর।

গণমাধ্যমের স্বাধীনতায় ইসরায়েলি নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিজেদের এক চোখ ঢাকা ছবি বা ভিডিও প্রকাশ করার সময় #MuathEye #EyeofTruth #MuathAmarneh হ্যাশট্যাগগুলো ব্যবহার করে মুয়াতের সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

বিজ্ঞাপন

https://twitter.com/DaysofPalestine/status/1196066614250287104

এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) বিরোধপূর্ণ পশ্চিমতীরের হেবরন অঞ্চলের সুরিফ গ্রামে ইসরায়েলি বাহিনীর আক্রমণের ছবি তুলতে গিয়ে বাম চোখে গুলিবিদ্ধ হন মুয়াত। তিনি বর্তমানে জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ফটো সাংবাদিকের একজন আত্মীয় চিকিৎসকের বরাতে মিডিলইস্ট মনিটরকে জানিয়েছেন, তার বাম চোখ সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। এখন তার চোখ প্রতিস্থাপন করতে হবে।

চোখে গুলিবিদ্ধ ওই ফটো সাংবাদিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি দায়িত্ব পালনের সময় ‘প্রেস’ লেখা বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ব্যবহার করছিলেন। তারপরও তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রথমে তিনি বুঝতে পারেন তার বাম চোখে কিছু একটা হয়েছে। পরে তিনি রক্তপাত দেখে নিশ্চিত হন যে, তিনি চোখে গুলিবিদ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের ওই অঞ্চলগুলোতে গণমাধ্যমের স্বাধীনতা নেই বললেই চলে। ২০১৮ সালের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০ দেশের মধ্যে ১৩৪তম অবস্থানে রয়েছে ইসরায়েল।

বিজ্ঞাপন

EyeofTruth MuathAmarneh MuathEye ইসরায়েল গুলিবিদ্ধ পশ্চিম তীর ফটো সাংবাদিক ফিলিস্তিন সংহতি