Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী ও ৩ সন্তানকে হত্যার পর আত্মহত্যা


১৭ নভেম্বর ২০১৯ ২০:৫৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি তার স্ত্রী ৩ সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে শনিবার (১৬ নভেম্বর) সান দিয়াগোর হিল প্যারাডাইসে এই ঘটনা ঘটেছে। খবর সিএনএনের।

তবে ভুক্তভোগীদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ওই ব্যক্তির বয়স ৩২ আর স্ত্রীর ২৯। তাদের সন্তানদের বয়স ৫, ৯, ১১।

নিরাপত্তা কর্মকর্তা ম্যাট ডমিস বলেন, আমাদের ধারণা ওই ব্যক্তি আজ সকালে বাসায় আসে। পরিবারের সঙ্গে তার কোনো কারণে মতপার্থক্য হয়। তখন সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পরিবারের সদস্যদের ওপর গুলি চালায় ও নিজে আত্মহত্যা করে।

কথা কাটাকাটি ও গুলির শব্দ শুনে প্রতিবেশীরা পুলিশকে জানায়। পুলিশ সকাল ৬টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহগুলো দেখতে পায়।

পারিবারিক কলহ যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর