Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যানসহ ৬ কর্মকর্তা জেল হাজতে


১৪ নভেম্বর ২০১৯ ২০:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ২১:৫১

ঠাকুরগাঁও: কাজের বিনিময়ে খাদ্য-কাবিখা প্রকল্পে চাল আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৬ সরকারি কর্মকর্তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নাম দেখিয়ে কাবিখা প্রকল্পের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে বুধবার (১৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন- দুদক এর এক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, গড়েয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ এবং শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আদালতে তাদের হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের সহকারী পরিদর্শক আব্দুল আজিজ সরকার সারাবাংলাকে জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশ করে ৫টি ভুয়া প্রকল্পের মাধ্যমে ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। যার মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬শ ৮ টাকা।

চাল আত্মসাৎ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর