অর্থমন্ত্রী প্রথম আয়কর দেন ৫৬০ টাকা!
১৪ নভেম্বর ২০১৯ ১৭:২৮ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৭:৪৮
ঢাকা: ১৯৭০ সালে প্রথম আয়কর রিটার্ন দাখিল করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশ স্বাধীন হওয়ার ঠিক আগের ওই বছরে ৫৬০ টাকা (পাকিস্তানি রুপি) আয়কর দেন তিনি। এরপর থেকে গত ৪৯ বছর ধরে তিনি নিয়মিত আয়কর দিয়ে আসছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর রেইলি রোডের অফিসার্স ক্লাবে দশম আয়কর মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজেই এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ১৯৭০ সাল থেকে নিয়মিত আয়কর দিয়ে আসছি। তবে ১৯৭১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ২৫ বছরে কত টাকা আয়কর দিয়েছি, তার কোনো পরিসংখ্যান আমার কাছে নেই। তবে ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ২৪ বছরে আমি ও আমার পরিবার ৫১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৯৯৩ টাকা আয়কর দিয়েছি।
এদিকে, চলতি ২০১৯ সালে দশম আয়কর মেলার প্রথম দিন অর্থমন্ত্রী, অর্থমন্ত্রীর স্ত্রী ও তার দুই কন্যাসহ অর্থমন্ত্রী পরিবারের চার জন সদস্য মোট ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৯৫৬ টাকা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৫৫০ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন অর্থমন্ত্রীর বড় মেয়ে কাশফি কামাল। ছোট মেয়ে নাফিসা কামাল এবার আয়কর মেলায় আয়কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার ১৮৫ টাকা। আর অর্থমন্ত্রীর নিজের আয়কর ৯১ লাখ ৪৬ হাজার ৮০ টাকা। পরিবারের চার সদস্যের মধ্যে সবচেয়ে কম ৭১ লাখ ২৯ হাজার ১৮১ টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন অর্থমন্ত্রীর স্ত্রী কাশমিরি কামাল।