প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
১৪ নভেম্বর ২০১৯ ১১:০০ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১১:৩৯
ঢাকা: গত ১১ নভেম্বর ‘ঢাকা শিশু হাসপাতালের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উধাও’ শিরোনামে সারাবাংলা ডটনেটে প্রকাশিক সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক, অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ।
এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, ‘সম্প্রতি সরকার কর্তৃক ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠিত হইয়াছে। একটি সুবিধাভোগী কুচক্রী মহল হাসপাতাল কর্তৃপক্ষকে বেকায়দায় ফেলিবার জন্য এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রদান করিয়াছে।’
প্রতিবেদকের বক্তব্য: ঢাকা শিশু হাসপাতালের প্রভিডেন্ট ফান্ডের টাকা অনিয়মের সমস্ত তথ্য-প্রমাণ সারাবাংলা ডটনেটের কাছে আছে। এছাড়া প্রতিবেদনটি তৈরির সময় সহকারী পরিচালক ও উপপরিচালক সঙ্গে কথা বলা হয়েছে।
এছাড়া প্রতিবেদনে পরিচালকের বক্তব্য নেওয়া হয়নি বলে প্রতিবাদলিপিতে দাবি করা হলেও বাস্তবে প্রতিবেদনটি তার বক্তব্যসহ প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন: ঢাকা শিশু হাসপাতালের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা উধাও