Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় বুলবুল: ফের পেছাল জেএসসি ও জেডিসি পরীক্ষা


১০ নভেম্বর ২০১৯ ১৬:১৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ২১:৩৩

ফাইল ছবি

ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর গণিত পরীক্ষার সময় ফের পিছিয়েছে।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবর্তিত সময় অনুযায়ী জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা যথাক্রমে ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

এদিকে সোমবারের (১১ নভেম্বর) জেএসসির পরীক্ষা ১৩ তারিখে আর জেডিসির পরীক্ষা ১৬ তারিখ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত দুদিনের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

গণিত ঘূর্ণিঝড় বুলবুল জেএসসি-জেডিসি স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর