থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ জনের মৃত্যু
৬ নভেম্বর ২০১৯ ১১:২৪ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ২৩:১৮
থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী বন্দুকধারীদের হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নিরাপত্তা চৌকিতে সংগঠিত বন্দুক হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার (৬ নভেম্বর) নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় বন্দুকের পাশাপাশি বিস্ফোরকও ব্যবহার করেছিল আক্রমণকারীরা। ইয়ালা প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের এই হামলার ঘটনাই এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
আঞ্চলিক নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কর্নেল প্রমত প্রমইন রয়টার্সকে জানিয়েছেন, এ হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে।
প্রসঙ্গত, বৌদ্ধ অধ্যুষিত থাইল্যান্ডে মালয় জাতিগোষ্ঠীর মুসলিমরা দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় সাত হাজার মানুষকে হত্যা করেছে। যদিও, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।