Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাতক দালাল নির্মূল কমিটির ফ্রান্স কমিটি গঠিত


৫ নভেম্বর ২০১৯ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাতা প্রকাশ রায় কে আহ্বায়ক ও আমিন খাঁন হাজারীকে সদস্য সচিব করে, ফ্রান্সের প্যারিসে গঠিত হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন আহ্বায়ক কমিটি। বর্হিবিশ্বে এই কমিটি ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার বাংলাদেশ নামে পরিচিত।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও মানবাধিকার কর্মী কাজী মুকুল এর উপস্থিতিতে ৩০ অক্টোবর, দুই দিনব্যাপী আলোচনা সভা ও মত বিনিময়ের মাধ্যমে গঠিত হয় এই আহ্বায়ক কমিটি। এতে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। কমিটির যুগ্ম আহ্বায়ক সমাজকর্মী আল আমিন শাহিন, সংগীত শিল্পী আরিফ রানা ও সমাজকর্মী কামাল মিয়া।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এই আলোচনা সভাগুলোতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত প্যারিসের যুব সমাজের সামনে বর্তমান সময়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী সকল ধরণের মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন এবং ৭১ এর মুক্তিযুদ্ধে পাকিস্তানী সেনা ও রাজাকার কর্তৃক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবীর বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপন করেন।