Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুদ্ধি অভিযানের নামে আইওয়াশ করা হচ্ছে: সেলিমা রহমান


২ নভেম্বর ২০১৯ ১৫:৩০

ঢাকা: ক্যাসিনো বিরোধী অভিযান তথা শুদ্ধি অভিযানের নামে আইওয়াশ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

শনিবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, ‘পেঁয়াজ আজ আমাদের ১৫০ টাকায় কিনতে হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, পেঁয়াজ না খেলে কী হয়। কোনটা না খেলে কি হয় না, তোমার সুশাসন নেই কেন? তোমার দুঃশাসনে তোমার সিন্ডিকেট আজকে পেঁয়াজের আজ এ অবস্থা করেছে। সেদিকে তোমার বিচার ব্যবস্থা নেই কেন? তুমি কেন এই কথা বলতে পারো না, যারা পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট করছে তাদেরকে আমরা দেখব।’

সেলিমা রহমান আরও বলেন, ‘কারাগারে ঠিকমতো খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না। যে নেত্রীকে তারা সুস্থ অবস্থায় কারাগারে নিয়ে গেছে আমরা সেই নেত্রীকে আবার সুস্থ অবস্থায় ফেরত চাই। তার সুচিকিৎসার জন্য অবিলম্বে তাকে জামিন দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘সাদেক হোসেন খোকা আজ মৃত্যু শয্যায়। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি দুঃখ করেছেন, দেশে কি আমার কবরটা হবে না? কানাডার বাংলাদেশ দূতাবাস তার ও তার স্ত্রীর পাসপোর্ট এখন দিচ্ছে না। বিভিন্ন মামলায় তাকে আটক করে ও তার সম্পত্তি ক্রোক করে নানা নির্যাতন করা হয়েছে। আমরা যেন সাদেক হোসেন খোকাকে দেশে আনতে পারি সেই দোয়া করতে হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা নাঈদ আহমেদ আসলাম, সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

বিজ্ঞাপন

খালেদা জিয়া বিএনপি সেলিমা রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর