ঢাকা: রংপুর বিভাগের পাঁচ জেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগে গত কয়েক বছরে ৩৮৯ জন অনুপ্রবেশ করেছে। তাদের মধ্য বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে। এর মধ্যে রংপুর জেলায় রয়েছে ২২ জন, দিনাজপুরে ১১৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৩০ জন, নীলফামারীতে ১৩ জন এবং লালমনিরহাটে ১০৯ জন।
শুক্রবার (১ নভেম্বর) রংপুর বিভাগের একটি তালিকা সারাবাংলার হাতে এসেছে। এতে অনুপ্রবেশকারীর নাম, ঠিকানা, বর্তমান পদবী ও আওয়ামী লীগে যোগদান করার আগে কোন কি করতেন সেটা উল্লেখ রয়েছে। পাশাপাশি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যারাই দলের বিভিন্ন পদ-পদবীতে রয়েছেন তাদেরকে অব্যাহতির নিদের্শ দিয়েছেন শেখ হাসিনা।
তালিকার একাংশ:

























