ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ
৩১ অক্টোবর ২০১৯ ১৫:১৫
ঢাকা: বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, আদালতের নির্দেশের পরে দুদকের পক্ষ থেকে আজ এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে দুদক উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান ফালুর সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি মোসাদ্দেক আলী ফালু ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন; যা অবৈধ সম্পদ হিসেবে প্রতীয়মান।
এদিকে কমিশন সূত্রে জানা গেছে, ফালুর রেজা প্রোপার্টিজের ৯৩ কোটি টাকা মূল্যের ৯৩ লাখ শেয়ার, রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির ২০ ভাগ শেয়ার (২ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ১২০টি), রোজা এন্টারটেইনমেন্ট এফজেডই’র ২০ লাখ টাকার শেয়ার, রোজা ইনভেস্টমেন্ট এলএলসির ২৯ লাখ ৪০ লাখ টাকার শেয়ার, আইএফআইসি ব্যাংকের কারওয়ানবাজার শাখায় রোজা প্রোপার্টিজের ব্যাংক হিসাব এবং ৫০ কোটি টাকা মূল্যের কাকরাইলের ২২ দশমিক ৫৩ শতাংশ বাণিজ্যিক প্লট জব্দ করা হয়েছে।