পাকিস্তানে ট্রেনে আগুন, ৭৩ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০১৯ ১১:৩৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ১৬:১৩
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের কাছাকাছি একটি ট্রেনে রান্না করার সময় আগুন ধরে যায়। এই আগুনে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৭ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালের নাস্তা তৈরি করার সময় যাত্রীদের কাছে থাকা গ্যাস স্টোভ বিস্ফোরণের পর ওই ট্রেনটিতে আগুন ধরে যায়। খবরে জানিয়েছে পাকিস্তানের পত্রিকা দ্য ডন।
দ্রুতগতির এই ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আগুনে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুনের কবলে পড়া ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টেলিভিশনকে জানান, যাত্রীরা রান্না করার সময় তাদের দুইটি স্টোভ বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তাদের ব্যবহার করা তেল থেকে আগুন আরও শক্তিশালী হয়ে ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়ে লাফিয়ে নামতে গিয়েই বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। দূরের যাত্রায় যাত্রীরা স্টোভ নিয়ে ট্রেনে ওঠেন এর কারণে পাকিস্তানে প্রচুর দুর্ঘটনা ঘটছে বলে মন্ত্রী জানান।
প্রসঙ্গত, এই দুর্ঘটনা কবলিত ট্রেনটির কারণে ১৩৪টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
জেলা উদ্ধারকারী কর্তৃপক্ষের প্রধান বাকির হোসাইন জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।