Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেনাদারের ঠিকানা বলে দেওয়ায় গলা কেটে হত্যা


৩০ অক্টোবর ২০১৯ ১৭:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৯:৫৩

ঢাকা: পাওনাদারকে ঠিকানা বলে দেওয়ার কারণে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ওই দেনাদার এক ফল বিক্রেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। দেনাদার ওই ব্যক্তিও একজন ফল বিক্রেতা।

রাজধানীর ভাষানটেক বিআরপি প্রজেক্ট এলাকায় মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফল বিক্রেতার নাম নজরুল ইসলাম (৪৫)। ভাষানটেক এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করত নজরুল। ভাষানটেক বিআরপি প্রজেক্টে এলাকায় থাকতেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আরেক ফল বিক্রেতা বাচ্চু দেওয়ানের কাছে নজরুলের পরিচিত এক ব্যক্তি টাকা পান। নজরুল ওই ব্যক্তিকে বাচ্চুর ঠিকানা বলে দিলে ক্ষুব্ধ হন বাচ্চু। সে কারণেই নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাচ্চু, যার ফলে তার মৃত্যু হয়।

ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাচ্চু দেওয়ান নামে আরেক ফল বিক্রেতা নজরুলকে বাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে নজরুলকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নজরুলের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। আসামি বাচ্চু দেওয়ানকে ধরতেও অভিযান চলছে।

গলা কেটে হত্যা ফল বিক্রেতা ভাষানটেক

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর