স্বাধীনতা ঘোষণার ব্যাপারে কিছুই জানেন না মণিপুরের মহারাজা
৩০ অক্টোবর ২০১৯ ১৫:৩১ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৮:৪৯
মণিপুরের মহারাজা লিইশেমবা সানআজাওবা জানিয়েছেন লন্ডনে মণিপুরের স্বাধীনতা ঘোষণা বা প্রবাসী সরকার গঠনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। বুধবার (৩০ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। খবর দ্য হিন্দুস্থান টাইমস।
ওই ভিডিও বার্তায় মহারাজা লিইশেমবা জানিয়েছেন, বিরেন ও সমরজিতের কথায় তিনি কিছু কাগজে স্বাক্ষর করেছিলেন বটে, কিন্তু ওই কাগজগুলো মণিপুরের ইতিহাস নিয়ে গবেষণা কাজে ব্যবহার করা হবে বলে তাকে জানানো হয়েছিল। কিন্তু তার স্বাক্ষর করা সেই কাগজগুলোর মাধ্যমেই এখন বিরেন ও সমরজিত নিজেদের বৈধতা দাবি করছে।
মহারাজা বলেছেন, ভাইরাল হওয়া এই স্বাধীনতা ঘোষণার খবর শুনে তিনি আকাশ থেকে পড়েছেন।
প্রসঙ্গত, লন্ডন থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার (২৯ অক্টোবর) মণিপুরের স্বাধীনতা সংক্রান্ত এক ঘোষণা দেন বিরেন ও সমরজিত। সেখানে, মণিপুরের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য নিজেদের মহারাজের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পরিচয় দিয়ে, তাদের পরিচয়ের স্বপক্ষে মহারাজার স্বাক্ষর করা কাগজ প্রদর্শন করেন তারা। এছাড়াও নিজেদেরকে স্বাধীন মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী এবং বহিঃসম্পর্ক ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পরিচয় দেন তারা।
আরও পড়ুন- লন্ডন থেকে স্বাধীন মণিপুরের ঘোষণা