ঢাবির মহসিন হল থেকে রামদা, ছোরা ও স্টিলের পাইপ উদ্ধার
৩০ অক্টোবর ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৫:৪১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে ১০টি রামদা, ২টা ছোরা ও ২টি স্টিলের পাইপ উদ্ধার করেছে হল প্রশাসন। বুধবার (৩০ অক্টোবর) সকালে মহসিন হলের ছাদ থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মহসিন হল প্রভোস্ট অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া সারাবাংলাকে বলেন, সকালে হলের ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব দেশীয় অস্ত্র পায় পরিচ্ছন্নতা কর্মীরা। তবে তবে কে কারা এসব ফেলে গেছে সে বিষয়টি এখনো জানা যায়নি।