ইথিওপিয়ায় বিক্ষোভে ৬৭ জন মৃত, নিশ্চুপ নোবেলজয়ী প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০১৯ ১৯:১৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ২১:৩২
ইথিওপিয়ার ওরোমিয়া রাজ্যে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদ বিরোধী বিক্ষোভ চলাকালীন জাতিগত সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এদিকে, প্রধানমন্ত্রী আবি আহমেদ সে সময় রাশিয়ায় অবস্থান করার কারণে এ বিক্ষোভ সম্পর্কে তার কোনো মন্তব্য নিতে পারেনি গণমাধ্যমকর্মীরা।
আঞ্চলিক পুলিশের প্রধান কেফালেও তেফেরা গার্ডিয়ানকে জানিয়েছেন, ওই ঘটনায় মৃত ৬৭ জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য।
যদিও পুলিশ বলছে ওরোমিয়ার সংঘর্ষ শেষ হয়ে গেছে। কিন্তু ইথিওপিয়া অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি জানিয়েছেন, এখনও কিছু কিছু এলাকা থেকে তিনি সংঘর্ষের খবর পাচ্ছেন।
এর আগে, রাজধানী আদ্দিস আবাবা থেকে এই বিক্ষোভ শুরু হয়। বুধবার (২৩ অক্টোবর) জাওয়ার মোহাম্মাদ নামে একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মীর ওপর পুলিশের আক্রমণের পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওরোমিয়া প্রদেশে।
প্রসঙ্গত, জাওয়ার মোহাম্মাদ এই বিক্ষোভের একজন প্রধান সংগঠক এবং ইথিওপিয়ায় ২০২০ সালের সাধারণ নির্বাচনে আবি আহমেদের বিরুদ্ধে একজন শক্ত প্রতিদ্বন্দ্বি। তিনি প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ইথিওপিয়ায় একনায়কতন্ত্র কায়েমের অভিযোগ তুলে আসছিলেন।
আদ্দিস আবাবা আবি আহমেদ ইথিওপিয়া ওরোমিয়া নোবেল বিক্ষোভ মৃত্যু