Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় পৌর কাউন্সিলর আহত


২৩ অক্টোবর ২০১৯ ১৮:৩৮

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দুর্বৃত্তদের হামলায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজার রহমান মাফু (৩৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার মোড়ে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে মাহফুজার রহমান রামচন্দ্রপুর বাজারে যান। ফেরার সময় আগে থেকে অবস্থান নেওয়া ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। আরেক মোটরসাইকেলে থাকা মাহফুজার রহমানের বন্ধুরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই এলাকায় রতন হত্যার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাউন্সিলর সারিয়াকান্দি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর