Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবির পাওনা আদায় বিষয়ে হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার


২২ অক্টোবর ২০১৯ ১৪:৩০

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটার করা আবেদনের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। আদালতে রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।

পরে তিনি বলেন, ‘গত রোববার হাইকোর্ট আমাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিষেধাজ্ঞার আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন রেখেছিলেন। এখন এটা পিছিয়ে বৃহস্পতিবার রেখেছেন।’

গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবির ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একই সঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।

পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে রবি। ২০ অক্টোবর রোববার হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন।

নিষেধাজ্ঞা পাওয়া আদায় বিটিআরসি রবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর