ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ২০১৯ ১০:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১০:২২
ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রীকান্ত সিংহ রায় (৩২) উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্রামের খেলুরাম সিংহের ছেলে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এ খবর জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের স্ত্রী জনতা রানী।
শ্রীকান্তের ভাই মদন সিংহ রায় বলেন, ‘অভাবী সংসার। এলাকায় তেমন কাজ নেই। দালালের মাধ্যমে সে ভারতের পাঞ্জাবে শ্রমিকের কাজের উদ্দেশে অবৈধ পথে হরিপুরের কান্দাল সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিল। যাওয়ার পথে ভারতের উত্তর দিনাজপুর জেলার খোচাবাড়ি ৪০- বিএসএফের জওয়ানরা রোববার গভীর রাতে তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।’
তিনি আরও বলেন, ‘সারারাত শ্রীকান্তের মরদেহ পড়ে ছিল সীমান্তের ধারে। সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সামিউন নবী বলেন, ‘এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। নিহতের লাশ আসার সঙ্গে সঙ্গে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’