Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রবিরতি সত্ত্বেও সংঘর্ষ, কুর্দিদের হামলায় তুর্কি সেনা নিহত


২০ অক্টোবর ২০১৯ ১৩:২৯ | আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০২:৪১

অস্ত্রবিরতি চলা সত্ত্বেও কুর্দি বিদ্রোহীরা তুরস্কের এক সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এছাড়া আরও এক সৈন্য মারাত্মক আহত হয়েছেন বলে জানায় তুরস্ক কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পাঁচদিনের অস্ত্রবিরতি চলাকালীন সময় সিরিয়ার উত্তরাঞ্চলের শহর তেল আবিয়াদে কুর্দি গেরিলাদের আক্রমণে তুরস্কের এক সৈন্য নিহত ও আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সাড়া দিয়ে সিরিয়ায় সেনা অভিযান পাঁচদিনের জন্য স্থগিত করে তুরস্ক। কুর্দিরা যাতে এই অঞ্চলে ছেড়ে চলে যেতে পারে এ জন্য সুযোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয় তুরস্ককে। বহু দেনদরবারের পর এ প্রস্তাবে সাড়া দেয় তুরস্ক।

তবে অস্ত্রবিরতি চললেও তুর্কি সেনা ও কুর্দিদের মধ্যে ছোট ছোট সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, রাস আল আইনে সংঘর্ষ অব্যাহত আছে।

এদিকে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এক ঘোষণায় জানান, সিরিয়ার উত্তরাঞ্চল না ছাড়লে কুর্দিদের মাথা গুড়িয়ে দিবেন তিনি।

এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলে শরণার্থীদের জন্য নিরাপদ অঞ্চল তৈরির ঘোষণা দিয়ে সিরিয়ায় সেনা অভিযান চালায় তুরস্ক। তবে তুরস্কের এ সেনা অভিযানকে মূলত কুর্দিদের নিধনের উদ্দেশ্যেই চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন অনেকেই।

যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, ফ্রান্স, জার্মানি, ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে প্রভাববিস্তারকারী বেশিরভাগ রাষ্ট্র তুরস্কের এ সেনা অভিযানের বিরোধিতা ও নিন্দা করে। তবে বিরোধিতা ও নিন্দার পরেও সিরিয়ায় সেনা অভিযান বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান।

বিজ্ঞাপন

কুর্দি টপ নিউজ তুরস্কের অস্ত্রবিরতি সিরিয়ায় তুরস্কের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর