Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে: সেলিমা রহমান


১৮ অক্টোবর ২০১৯ ১৫:৪৪

ঢাকা: বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী সংগ্রামী দল এ মানববন্ধন আয়োজন করে।

সেলিমা রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ। কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না, তাকে বের হতে দেওয়া হচ্ছে না। কারণ, একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বাইরে থাকেন, তাহলে তার (শেখ হাসিনা) এই সিংহাসন আর ধরে রাখতে পারবেন না।’

তিনি বলেন, ‘একটি মেধাবী ছাত্র শুধু বলেছিল আমরা কী দিলাম, আর কী পেলাম। দেশবিরোধী যে চুক্তি হচ্ছে, সেই চুক্তির বিরুদ্ধে একটা সাদামাঠা কথা বলেছিল। সেই কথার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হল।’

সেলিমা রহমান বলেন, ‘আমাদের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে। তিস্তার পানি আমরা আনতে পারছি না। সেই বিষয় নিয়ে কোনো কথা নয়। আমাদের ফেনী নদীর পানি, আমাদের সমুদ্র বন্দর, আমাদের কানেক্টিভিটি, আমাদের ট্রানজিট, উপকূলে নজরদারি— সমস্ত কিছু আজ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে সরকার তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে।’

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) গুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজ সকালে দেখলাম বিজিবি কর্তৃক একজন বিএসএফকে হত্যা করা হয়েছে। এইভাবে বর্ডারে হত্যা, ভেতরে হত্যা, মানুষ হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, ছাত্র হত্যা, হত্যার পর হত্যা, গুমের পর গুম— এই হল আমাদের জীবন, এইভাবে আমরা বেঁচে আছি।’

বিজ্ঞাপন

‘কিন্তু আমাদের মনে রাখতে হবে, জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি চিরদিন লড়াই করবে। আমরা জানি সমগ্র দেশ আজ ক্ষোভে উত্তাল। সমগ্র বাংলাদেশ চাচ্ছে এর থেকে পরিত্রাণ’— বলেন সেলিমা রহমান।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সব চেয়ে বেশি প্রয়োজন দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো। তাই আমরা বলতে চাই, আসুন আমাদের দেশনেত্রীকে মুক্ত করতে আমরা আন্দোলন গড়ে তুলি এবং তার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, অপর্ণা রায়সহ অন্যরা।

খালেদা জিয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিএনপি চেয়ারপারসন বিজিবি সেলিমা রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর