Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অভিজিৎসহ ৩ জন


১৪ অক্টোবর ২০১৯ ১৬:১১ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৮:২৯

বৈশ্বিক দারিদ্র হ্রাসে গবেষণামূলক কাজের স্বীকৃাতস্বরূপ ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক, ফ্রান্সের এসথার ডাফলো ও যুক্তরাষ্ট্রের মাইকেল ক্রেমার।

সোমবার (১৪ অক্টোবর) এই পুরষ্কার ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি।

এদিন নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ‘তাদের গবেষণা গোটা বিশ্বকে দারিদ্রের বিরুদ্ধে লড়ার নতুন হাতিয়ারের সন্ধান দিয়েছে। মাত্র দুই দশকে ওদের গবেষণা পদ্ধতি উন্নয়ন অর্থনীতির রূপরেখা বদলে দিয়েছে। এখন অর্থনীতির গবেষণায় এটি অন্যতম পাথেয় মডেল।’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ৫৮ বছর বয়সী অভিজিৎ বিনায়ক জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাড়াও হার্ভার্ড ইউনির্ভাসিটিতেও পড়ালেখা করেছেন। ১০৮৮ সালে সেখান থেকে পিএইচডিও করেন তিনি।

বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করছেন।

এছাড়া বচেয়ে কমবয়সী ও দ্বিতীয় নারী হিসেব অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক এসথার ডালফো।

হার্ভার্ড অধ্যাপক মাইকেল ক্রেমার ৯০ দশকের মাঝামাঝিতে পশ্চিম কেনিয়ায় মাঠপর্যায়ে গবেষণা করেছেন কিভাবে স্কুলের ফলাফল আরও ভালো করা যায়।

অর্থনীতি টপ নিউজ নোবেল বাঙালি রয়্যাল সুইডিশ একাডেমি