রাজধানীতে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
১৪ অক্টোবর ২০১৯ ১৫:৪৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৫:৪৯
ঢাকা: রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে রাজু (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। মৃত রাজুর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বালুরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। সে রাজধানীর পুর্ব মানিকনগর এলাকায় পরিবার নিয়ে থাকত এবং মাটি কাটার কাজ করত।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মুগদার পূর্ব মানিকনগর ১২০/৩ নম্বর বাসার ছয়তলার চিলাকোঠায় চুরি করতে ওঠে। এক পর্যায়ে থাই গ্লাস খোলার সময় বাসার লোকজন টের পায় এবং চোর চোর বলে চিৎকার করতে থাকে। তখন রাজু পালানোর চেষ্টা করলে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
এসআই শরিফুল আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।