Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ২ জনের ‍মৃত্যু


১৩ অক্টোবর ২০১৯ ০০:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় ‘ওডব্লিউডব্লিউ’ শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- নওগাঁ জেলার সাইফুল ও সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার মাসুদ। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি স্থানীয় পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘শিপ ইয়ার্ডটিতে পুরনো একটি জাহাজ কাটার আগে ভেতর থেকে মালামাল অপসারণ করা হচ্ছিল। ভেতরে তিন শ্রমিক বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। আরেকজন চিকিৎসাধীন আছেন।’

‍দুজনের মৃত্যু শিপ ইয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর