Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীরা মুখ খুললে যৌন হয়রানি কমে আসবে


১২ অক্টোবর ২০১৯ ১৯:২৮

ঢাকা: নারীরা মুখ খুলতে থাকলে যৌন হয়রানি অনেকটাই কমে আসবে বলে মনে করেন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ। তিনি বলেন, নারীদের প্রতি একধরনের অসহায় দৃষ্টিভঙ্গি নিয়ে তাকানো হয়। এর ফলে যৌন হয়রানির মনোভাব সৃষ্টি হয়। তাই আমাদের এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।

শনিবার (১২ অক্টোবর) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত ‘যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে দেশের গণমাধ্যমগুলোকে সবার আগে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিচারপতি শেখ হাসান আরিফ বলেন, ‘কমিটি গঠনের বিষয়টি আগে নিজেদের ঘর থেকেই শুরু করতে হবে। সংবাদ মাধ্যমের মালিক ও সম্পাদকদের সম্পৃক্ত করতে হবে। এতে গণমাধ্যমগুলোতে কমিটি গঠন আরও সহজ হবে।’

তিনি আরও বলেন, ‘নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। নারীদের বাদ দিয়ে সমাজ ও দেশ অচল। এমনকি পৃথিবীর অস্তিত্বের জন্যও সমাজে নারীরা গুরুত্বপূর্ণ।’

রায়ের নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টেও যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যৌন হয়রানি প্রতিরোধের কমিটি গঠনের নির্দেশ দিয়ে যে রায় দেওয়া হয়েছিল, সেটি আইনজীবী সমিতি বা সুপ্রিমকোর্ট প্রশাসন বাস্তবায়ন করেনি। আমরা যখন অন্যান্য প্রতিষ্ঠানের কমিটি নিয়ে জবাবদিহিতা চাইব তখনতো তারা পাল্টা আমাদের কাছে প্রশ্ন তুলবে। তাই অবিলম্বে ওই রায় বাস্তবায়ন হওয়া জরুরি।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা হলে আবরার হত্যার ঘটনা ঘটতো না বলেও মনে করেন বিচারপতি শেখ হাসান আরিফ।

আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সুপ্রিম কোর্টের সাংবাদিক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের প্রশিক্ষণ সম্পাদক মো. মাসউদুর রহমানের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি ওয়াকিল আহমেদ হিরনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন ফোরামের সাবেক সভাপতি এম. বদিউজ্জামান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ, পরিচালক অ্যাডভোকেট তৌহিদা খন্দকার, সহ-সভাপতি অ্যাডভোকেট জোবায়দা পারভিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সীমা জহুর, অ্যাডভোকেট নাহিদা আনজুম কণা।

এছাড়াও কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন ল’ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মিলটন আনোয়ার, সময় টিভির রিপোর্টার আফজাল হোসেন প্রমুখ।

নারী যৌন হয়রানি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর