Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আত্মহত্যা প্রতিরোধে পরিবার থেকে সচেতনতা তৈরি করতে হবে’


১১ অক্টোবর ২০১৯ ০০:৪৭ | আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০৯:০৭

ঢাকা: আত্মহত্যা প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজে সচেতনতা তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। মানসিক চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের আরও গবেষণা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, একটি শিশু তার পরিবারে বড় হয়ে ওঠে। একটি সন্তান গড়ে তোলার দায়িত্ব প্রথমে তার মায়ের। বিশেষ করে মায়েদেরই তাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়।

তিনি আরও বলেন, হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটছে। দরিদ্রতা, পারিবারিক বিরোধ ও বিবাহ বিচ্ছেদ থেকে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। একজন মানুষ যখন নিজেকে অসহায় মনে করে, তখনই এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সমাজে সচেতনতা বাড়াবে হবে, যার শুরু করতে হবে পরিবার থেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। তিনি বলেন, মা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী। তাই সবার আগে মাকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান নাজমা খাতুন বলেন, সরকারি পর্যায়ে স্বাস্থ্য অধিদফতরের আওতায় ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ৩১টি পদ তৈরির সিদ্ধান্ত হয় বেশ কয়েক আগে। কিন্তু কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এইখানে কোনো নিয়োগ হচ্ছে না। এ বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ আশা করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ আখতার হোসেন, ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্প পরিচালক মো. আবুল হোসেনসহ অন্যান্যরা।

আত্মহত্যা আত্মহত্যা প্রতিরোধ ফজিলাতুন্নেসা ইন্দিরা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা মানসিক স্বাস্থ্য দিবস

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর