Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরারের রুমমেট মিজান আটক


১০ অক্টোবর ২০১৯ ১৪:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৭:০২

ঢাকা: ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের রুমমেট মিজানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবির) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আটক মিজান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। সে ১০১১ নম্বর কক্ষে থাকত। ঘটনার পর ওইরুম বন্ধ থাকলেও গতকাল থেকে বাকি তিন রুমমেট সেখানে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: আবরার হত্যা: অমিত সাহা আটক

এ বিষয়ে ডিবির যুগ্ম-কমিনার মাহবুব আলম বলেন, ‘এজাহারে মিজানের নাম উল্লেখ না থাকলেও অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন: আবরার হত্যা: পলাতক আসামি তোহা গ্রেফতার

এর আগে সকাল ১১টার দিকে রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির এলাকা থেকে বুয়েট ছাত্রলীগ নেতা অমিত সাহাকে আটক করা হয়। তার নামও এজাহারে নেই। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আবরার হত্যার পর সোমবার (৭ অক্টোবর) বুয়েট ছাত্রলীগের ৯ নেতাকে আটক করে পুলিশ। তাদের মধ্যে অমিতও ছিল। তবে অজানা কারণে তাকে ওইদিন ছেড়েও দেওয়া হয়। এতে তুমুল সমালোচনার মুখে পড়ে পুলিশ।

আরও পড়ুন:

‘আবরার হত্যা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে ব্যবস্থা’
আবরারের বাড়িতে তোপের মুখে বুয়েট ভিসি
মোমবাতি জ্বালিয়ে আবরারকে স্মরণ বুয়েট শিক্ষার্থীদের
আবরারের বাড়িতে তোপের মুখে ভিসি, পুলিশের লাঠিচার্জ
আবরার হত্যা: ৩ আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
আবরার হত্যার দ্রুত বিচার চায় জাতিসংঘ
আবরার হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি ছাত্রলীগের
আবরার হত্যায় বুয়েটের তদন্ত কমিটি
বহিষ্কার হতে পারে আবরার হত্যায় জড়িতরা, সাড়া মিলছে না বুয়েট ভিসির
আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্বলন
আবরার হত্যার বিচার চায় ঢাবি শিক্ষক সমিতি
আবরার হত্যা মামলা তদন্ত করবে ডিবি

বিজ্ঞাপন

আটক আবরার মিজান রুমমেট