Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে সংঘর্ষ


৫ অক্টোবর ২০১৯ ১৪:৩৮ | আপডেট: ৫ অক্টোবর ২০১৯ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় স্থানীয় কাউন্সিলরের সমর্থকদের সঙ্গে বিহারিদের সংঘর্ষ চলছে। ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিহারিরা রাস্তায় নেমে আসার পর কাউন্সিলের সমর্থকরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান সারাবাংলাকে বলেন, বিহারি ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজান সেখান গিয়ে বিহারিদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় কাউন্সিলর মিজানের সমর্থক ও বিহারিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ডিসি আনিসুর রহমান আরও বলেন, বিহারি ক্যাম্পের প্রায় ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেই তারা রাস্তায় নেমে আসে। আজকেও তারা সেভাবেই রাস্তায় নেমে এসেছিল। কাউন্সিলর গিয়ে তাদের শান্ত করতে চাইলে তারা হামলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশের ওপরও হামলা করে। পুলিশের একটি ভ্যান ভাঙচুর করে।

ডিসি আনিসুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। রাবার বুলেটও ছোঁড়া হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত।

বিহারিরা দাবি করছেন, কাউন্সিলরের সমর্থকদের আঘাতে অর্ধ শতাধিক বিহারি আহত হয়েছেন।