Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক


৩ অক্টোবর ২০১৯ ১৭:৫৬

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আব্দুল্লাহ আল মাসুদ নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিনগত রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জ শহরের রেল স্টেশন এলাকার এক ফার্নিচারের দোকান থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক হওয়া আব্দুল্লাহ আল মাসুদ কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার এ কে এম শামসুল ইসলাম রাজ্জাকের ছেলে। রেল স্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচার নামে তার একটি দোকান রয়েছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বি এন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রেলস্টেশন এলাকায় রাজ্জাক ফার্নিচারে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

অস্ত্র যুবক আটক র‍্যাব