Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মিরপুরে নারীর মৃতদেহ উদ্ধার


৩ অক্টোবর ২০১৯ ১৬:০৫

ঢাকা: রাজধানীর মিরপুরের ১০ নম্বর সেকশনের একটি বাসা থেকে শাহনাজ পারভীন (৬৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‌মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল ইসলাম জানায়, মৃত শাহনাজ পারভীন পরিবারের সাথে মিরপুর ১০ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৬ নম্বর বাসায় থাকতেন। ওই বাসার নিচতলা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় শাহনাজের মৃতদেহ উদ্ধার করা হয়।

এসআই এমদাদ আরও জানায়, ধারণা করা হচ্ছে, তার হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় বাসা থেকে কোনো কিছু হারায়নি। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নারীর মৃতদেহ মিরপুর রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর