Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝ রাস্তায় সাইনবোর্ড, ‘এখানে ধান ও মাছ চাষ করা হয়!’


৩ অক্টোবর ২০১৯ ০২:১২ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৩:১৬

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটা বাজার সড়কের বেহাল দশা বদলাতে মাছ চাষ ও ধানের চারা রোপন করে প্রতিবাদ করেছেন স্থানীয়রা।

সামান্য বৃষ্টিপাতেই বড় বড় গর্তে পানি জমে পুকুর হয়ে যায় সড়কটি। ফলে কাঁদায় একাকার হয়ে পথচারীদের চলাচলেও চরম দুর্ভোগের সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিপাতে খানাখন্দে ভরা সড়কটিতে আপাতত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রতিবাদে সড়কের খানাখন্দে মাছ চাষের প্রতিকি প্রতিবাদ করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার সকালে স্থানীয়রা সড়কটির কাঁদা মাটিতে ধানের চারা এবং গর্তে মাছ ছেড়ে দিয়ে ‘এখানে ধান এবং মাছ চাষ করা হয়’ সাইনবোর্ড টানিয়ে দেয়।

কচাকাটা বাসস্ট্যান্ড হতে বাজারগামী সড়কটির এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হয় কচাকাটা বাজারের কয়েক শতাধিক ব্যবসায়ী, দেড় হাজার শিক্ষার্থীসহ বাজারে আসা হাজার হাজার সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছে এই সড়কের পথচারীরা।

কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, তাদের বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। যেটি বছরের পর বছর কাঁদা পানিতে ভরে থাকে ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ব্যবসায়ী আবু সিদ্দিক, আব্দুর রশিদ, মিজানুর রহমান, রাহিমুল, আলী হোসেন, মজনুর রহমানসহ অনেকে জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় চরম ক্ষতি হচ্ছে। ভারী যানবাহন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

এ ব্যাপারে কেদার ইউনিয়ন চেয়াম্যান মাহবুবুর রমান জানান, রাস্তাটির কিছু অংশ ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পাকা করা হয়েছে। আরো কিছু অংশ পাকা করণের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর বলেন, সড়কটি সরকারের কোনও বিভাগের তালিকায় নেই। ফলে নিয়মিত বরাদ্দ দেয়া সম্ভব হয় না। স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় এডিপির বরাদ্দে এর কিছুটা অংশ পাকা করা হয়েছে। এডিপি এবং এলজিএসপির বরাদ্দে বাকিটা পাকা করার জন্য চেয়ারম্যানকে বলা হয়েছে।

সারাবাংলা/টিএস

কুড়িগ্রাম টপ নিউজ বেহাল দশা রাস্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর