Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেকের বিচারের ব্যাপারে জিরো টলারেন্স: এইচ টি ইমাম


৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৯

সিলেট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তারেকের বিচারের ব্যাপারে সরকার জিরো টলারেন্সে নীতিতে রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেটের নজরুল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর: তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শিরোনামে মতবিনিময় সভা আয়োজনে সহায়তা করে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

অনুষ্ঠানে প্রাচীন রাজনৈতিক দল হিসেবে দেশে আওয়ামী লীগের অবদান এবং দেশ পরিচালনায় ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এইচ টি ইমাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী। আরও ছিলেন সংসদ সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, উপপ্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহাগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এইচ টি ইমাম তারেক রহমান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর