উপাচার্যের কাছে ১৫ দাবি জানিয়ে কুবি ছাত্রলীগের স্মারকলিপি
৩০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৬
কুমিল্লা: পরিবহন সমস্যা দূরীকরণ, খাবারে ভর্তুকি, ইন্টারনেট সমস্যা লাঘব, আবাসন ও ক্লাসরুম সংকট থেকে উত্তরণ, শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমাসহ ১৫টি দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার (২৯ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের নেতারা উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেন।
বিশ্ববিদ্যালয়টির চলমান বিভিন্ন সংকট ও সমস্যা উল্লেখ করে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের উপস্থাপিত অধিকাংশ দাবি ন্যায্য ও যৌক্তিক। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকাংশ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য জোর দাবি জানায়।
শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন,‘আমরা উপাচার্য বরাবর সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি। উপাচার্য স্যার এগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের এ সমস্যাগুলো দ্রুত সমাধান না করলে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক আন্দোলনে গেলে শাখা ছাত্রলীগ সে দাবিগুলো আদায়ে সবসময় পাশে থাকবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন,‘আমি ছাত্রলীগের স্মারকলিপি পেয়েছি। যে সমস্যাগুলো দ্রুত সমাধান করা সম্ভব সেগুলো ২/১ দিনেই সমাধান হয়ে যাবে এবং বাকিগুলোও দ্রুত সমাধান করা হবে।’