Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কায়রোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জনের মৃত্যু


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩

মিসরের রাজধানী কায়রোতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) জানিয়েছে, মারা যাওয়া সকলেই মুসলিম ব্রাদারহুডের সদস্য। খবর এপির।

মন্ত্রনালয় এক বিবৃতিতে জানায়, সপ্তাহজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের পর রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার অংশ হিসেবে কায়রো শহরতলিতে তাদের আস্তানাতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বন্ধুক যুদ্ধে এই ছয়জন মারা যায়।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জঙ্গি হামলার পরিকল্পনা করছিল। তবে সংঘর্ষে পুলিশের কেউ আহত হয়েছে কিনা তা বলা হয়নি।

উল্লেখ্য, মিসর ২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।

চলতি সপ্তাহে মিসরের বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ সংগঠিত হয়েছে। বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল সিসিকে পদত্যাগের আহবান জানান। অধিকার আইনজীবীদের মতে, ওই বিক্ষোভ থেকে রাজনৈতিক কর্মী ও সাংবাদিকসহ কয়েকশ গ্রেপ্তার হয়েছিল।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল  আটককৃতদের মুক্তি দেওয়ার জন্য মিসরের কর্তৃপক্ষের কাছে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আহবান জানিয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিউইয়র্কে থাকা এল সিসিকে বিশ্ব নেতাদের মুখোমুখি হতে এবং এই অভিযোগ তদন্তের আহবান জানান।

কায়রো গুলি নিরাপত্তা বাহিনী মিসর মুসলিম ব্রাদারহুড মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর