Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপুয়ায় সহিংসতা: অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের পাপুয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের জেরে আন্দোলন শুরু হয়। বিক্ষোভে নামা বেশিরভাগই শিক্ষার্থী।

আন্দোলনকারীরা একটি ওমেনা শহরের একটি সরকারি অফিসে আগুন লাগিয়ে দিলে ১৬ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঘটেছে এই ঘটনা।

পাপুয়ার সামরিক বিভাগের মুখপাত্র ইকো ডারায়ন্ত বলেন, সহিংসতায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এর আগে অন্য একটি ঘটনায়, শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে পাপুয়াতে ৪ জনের প্রাণহানি হয়েছিল।

পাপুয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে পতাকা পুড়েছে বলেও অভিযোগ রয়েছে। এ নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের হয় কয়েক দফা সংঘর্ষ।

বিজ্ঞাপন