Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাধবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন


২৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই কামালের (৩৮) হামলায় বড় ভাই আবদাল মিয়া (৫০) নিহত হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। কামাল ও আবদাল জয়পুর গ্রামের হাজী ফজলুল হকের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান সারাবাংলাকে জানান, জয়পুর গ্রামের ফজলুল হকের ছেলে আবদাল মিয়ার সঙ্গে তার ছোট ভাই কামালের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই কামাল উত্তেজিত হয়ে লাঠি দিয়ে আঘাত করলে আবদাল মিয়া আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।